
গোপালগঞ্জে খাল থেকে মানিক বিশ্বাসের মরদেহ উদ্ধার!
HindusNews ডেস্ক :
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এক হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেঁতুলবাড়ি এলাকায় একটি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে। জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাতে মানিক তার মাসির বাড়ি কোটালীপাড়ার কলাবাড়ি গ্রামে বেড়াতে আসেন। সেখানে খাওয়াদাওয়া ও পূজা দেখে তিনি রাত ১২টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু সেদিন রাত থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে স্থানীয় কয়েকজন তেঁতুলবাড়ি এলাকার রাস্তার পাশে খালের মধ্যে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বিকেল ৩টার দিকে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মানিক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।
নিহতের আত্মীয় সুমন বাড়ৈ জানান,
“আমার মাসির ছেলে মানিক বুধবার রাতে আমাদের বাড়িতে পূজা দেখতে এসেছিল। খাওয়াদাওয়ার পর রাত ১২টার দিকে বাড়ি ফেরার কথা বলে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে খবর পাই, খাল থেকে তার মরদেহ পাওয়া গেছে।”
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে বাড়ি ফেরার পথে মানিক বিশ্বাসের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। তবে পুলিশ বলছে, তদন্ত না হওয়া পর্যন্ত তারা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না।
এ ঘটনায় পুরো কলাবাড়ি ও দীঘিরপাড় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।