
চাঁপাইনবাবগঞ্জে আমগাছ থেকে শ্রীকান্ত হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
HindusNews ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শ্রীকান্ত হাওলাদার (৩৮) নামে এক হিন্দু ব্যক্তির রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের বিলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত হাওলাদার ওই গ্রামের লবান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পর্যন্ত তিনি গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরে পূজা-অর্চনায় অংশ নিচ্ছিলেন। রাত প্রায় ১টা পর্যন্ত তাকে মন্দিরে দেখা গেলেও এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, হয়তো কারো সঙ্গে দেখা করতে বাইরে গেছেন। কিন্তু সারা রাত কেটে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।
পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী মন্দিরের অদূরে একটি আমবাগানে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় শ্রীকান্তের মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ সকালেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন,
“ঘটনাস্থল থেকে শ্রীকান্ত হাওলাদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও আমরা তদন্ত শুরু করেছি। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”