

ধামইরহাটে নিতাই রবিদাসের লাশ উদ্ধার! মাথায় আঘাতের চিহ্ন!
নিজস্ব প্রতিবেদক :
নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশে তার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত নিতাই রবিদাস উপজেলার সেননগর ইউনিয়নের রবিদাসপাড়ার বাসিন্দা বিনয় রবিদাসের ছেলে। স্থানীয় আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিতাই বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরদিন ভোরে গ্রামীণ রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।
নিহতের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা— দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নিতাইকে হত্যা করে ফেলে রেখে গেছে।
জানা গেছে, নিতাই রবিদাস সম্প্রতি ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি-তে প্রোগ্রাম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। গত সেপ্টেম্বর মাসে তার চাকরির মেয়াদ শেষ হয়েছিল।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”