
সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে হিন্দু ব্যবসায়ীর ১৫ লক্ষ টাকা ও মোবাইল ছিনতাই!
সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জালালাবাদ এলাকার দর্শন দেউড়ী ব্রীজের সম্মুখে।
ভুক্তভোগী ব্যবসায়ী বিজিত লাল দাশ, সিলেটের সুবিদবাজার এলাকার পরিচিত ব্যবসায়ী ও এস.বি কমিউনিকেশনসের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি সুবিদবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে তিনি সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে দর্শন দেউড়ী ব্রীজের মুখে ৭-৮ জন যুবক মোটরসাইকেলে এসে তার সিএনজির গতিরোধ করে। এরপর অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে ব্যাগে থাকা ব্যবসার নগদ ১৫ লক্ষ টাকা, মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানায়, ছিনতাইকারীরা অত্যন্ত সংগঠিতভাবে ঘটনাটি ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পথচারী বিজিত লাল দাশকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। সুবিদবাজার ব্যবসায়ী একজন সদস্য বলেন,
“একজন ব্যবসায়ীর কাছ থেকে এভাবে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া নগরীর নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে। আমরা দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানাই।”
সিলেটের সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা বলছেন,
“শহরে দিন দিন এমন ছিনতাই বেড়ে চলেছে, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা এখন জরুরি।”
ঘটনাটি সিলেটের ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, বিজিত লাল দাশের ওপর এ হামলা পরিকল্পিত হতে পারে