
আগের মতো ‘ধর্ম অবমাননা’ নাটক মঞ্চস্থ হচ্ছে না বলে অনেকে অসন্তুষ্ট : ইসলামী আন্দোলন নেতা
নিজস্ব প্রতিবেদক :
দেশে এখন আর আগের মতো ‘ধর্ম অবমাননা’র নাটক মঞ্চস্থ হচ্ছে না—এ কারণে কিছু মহল অসন্তুষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগের পর সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়গুলোতে আগের মতো ধর্ম অবমাননার নাটক মঞ্চস্থ হচ্ছে না। এতে মানুষরূপী অমানুষরা অসন্তুষ্ট হয়ে উঠেছে। তারা দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করার জন্য অপূর্ব পালদের মতো ব্যক্তিদের মাধ্যমে জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করছে।”
ইমতিয়াজ আলমের দাবি, বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম পালনে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে দেশে ধর্মীয় সংঘাত এড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে সক্রিয়ভাবে কাজ করেছে। ধর্মীয় শান্তি ও সহাবস্থান বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম।”
তিনি আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করার পেছনে যারা কলকাঠি নাড়ছে, তাদের চিহ্নিত করে দ্রুত সময়ে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা উচিত। প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ তৎপরতা দেখাতে হবে।”
ইমতিয়াজ আলম সতর্ক করে বলেন, যদি দোষীদের উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেন প্রশাসন নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং যেকোনো গোষ্ঠীর উস্কানি কঠোরভাবে দমন করে।