
আজ থেকে শুরু পবিত্র দামোদর মাস। ভক্তদের দীপদান ও ভজন–কীর্তনে মুখর প্রতিটি মন্দির।
HindusNews Desk :
আজ মঙ্গলবার থেকে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র দামোদর মাস, যা বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী “কার্তিক মাস” নামেও পরিচিত। এই মাসকে ভক্তরা শ্রীকৃষ্ণভক্তির শ্রেষ্ঠ মাস হিসেবে মনে করেন।
ভোর থেকেই দেশের বিভিন্ন মন্দির, আশ্রম ও গৃহে ভক্তরা প্রদীপ জ্বেলে দামোদর মাসের সূচনা করেছেন। রাজধানীর ইস্কন মন্দির, চট্টগ্রাম গোবিন্দ মন্দির, সিলেটের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দিরসহ বিভিন্ন স্থানে বিশেষ পূজা, আরতি ও ‘দামোদরাষ্টকম’ পাঠের আয়োজন করা হয়।
ভক্তদের বিশ্বাস, দামোদর মাসে শ্রীকৃষ্ণকে দীপ উৎসর্গ করলে অনন্ত গুণে ফল পাওয়া যায়। প্রতি সন্ধ্যায় ভক্তরা দীপদান, ভোগ নিবেদন, ভজন–কীর্তন ও গীতা পাঠের মাধ্যমে ভক্তি প্রকাশ করেন।
বৈষ্ণব গ্রন্থে উল্লেখ আছে—এই মাসে ভক্তি ও আত্মসংযমের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভক্তদের প্রতি বিশেষ কৃপা করেন। তাই দামোদর মাসে অনেকেই উপবাস, নিরামিষভোজন, ও মন্দিরসেবা পালনের মাধ্যমে ভক্তি অনুশীলনে সময় কাটান।
এ বছর দামোদর মাস চলবে ৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। মাসের শেষ দিন, অর্থাৎ কার্তিক পূর্ণিমা উপলক্ষে ভক্তরা দেশজুড়ে দীপমালা উৎসব ও মহাসংকীর্তনের আয়োজন করবেন।
ভক্তদের একজন, ঢাকার ইস্কন ভক্ত সৌরভ দাস বলেন, “এই মাস আমাদের জীবনের পবিত্রতম সময়। প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে দামোদর প্রভুকে স্মরণ করাই আমাদের ভক্তির আনন্দ।”
ভক্ত ও ধর্মীয় সংগঠনগুলো সনাতনীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,দামোদর মাসে শান্তি, প্রেম ও ভক্তির আলো ছড়িয়ে দিতে সকলে অংশ নিন।