মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলা, নিহত ৪০

4 days ago
VIEWS: 97

HindusNews ডেস্ক :

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব চলাকালে জান্তা বাহিনীর ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উপলক্ষে শত শত মানুষ একত্রিত হয়েছিলেন। উৎসবের পাশাপাশি স্থানীয়রা জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে সেনারা আকাশপথ থেকে বোমা নিক্ষেপ করে।

অনুষ্ঠানের আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, সন্ধ্যা সাতটার দিকে মোটরচালিত একটি প্যারাগ্লাইডার উড়ে এসে ভিড়ের ওপর দুটি বোমা ফেলে দেয়। মুহূর্তেই চারদিকে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “বোমার আঘাতে শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা বিস্ফোরণের স্থানে ছড়িয়ে থাকা মানবদেহের খণ্ড-বিখণ্ড অংশ, মাংসের টুকরা, হাত-পা সংগ্রহ করছিলাম।”

চাউং উ এলাকার আরেক বাসিন্দা জানান, লোকজন প্যারাগ্লাইডারটি মাথার ওপরে উড়তে দেখে আতঙ্কে দৌড়াতে শুরু করে। ঠিক সেই সময় দুটি বোমা বিস্ফোরিত হয়। তার চোখের সামনেই দুই সহযোদ্ধা নিহত হন। তিনি আরও বলেন, মঙ্গলবার তিনি নিহত ৯ জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলোও এই হামলায় অন্তত ৪০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত দেশটির সামরিক জান্তা সরকারের কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত চলছে। সেনা সরকার ক্ষমতা দখলের পর গণতন্ত্রকামী নাগরিক ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর উপাসনালয়, গ্রাম ও উৎসবকে লক্ষ্য করে একাধিকবার বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী।

আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা সরকার দাবি করছে, এই নির্বাচনই হবে দেশের পুনর্মিলনের পথ। কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞরা এই ভোটকে “প্রতারণামূলক” বলে উল্লেখ করেছেন। তারা মনে করেন, সেনা সরকার এই নির্বাচনের মাধ্যমে নিজেদের শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে। অন্যদিকে বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, জান্তা কর্তৃপক্ষের এই সাজানো নির্বাচন তারা কোনওভাবেই হতে দেবে না।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই বোমা হামলা শুধু জান্তা সরকারের নিষ্ঠুরতা নয়, বরং তাদের শাসন ধরে রাখার জন্য ভয় দেখানোর কৌশল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসবে এভাবে রক্তপাত ঘটানো মিয়ানমারের ইতিহাসে গভীর ক্ষত হিসেবে থেকে যাবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন