
ফেসবুকে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট! স্থানীয়দের ক্ষোভ!
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার সাতপাই রেলক্রসিং এলাকার বাসিন্দা আলম নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, আলম সাতপাই রেলক্রসিং এলাকাতেই একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্টে অশালীন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ভাষা ব্যবহার করেন। তার ওই পোস্টে লেখা ছিল—
“আমি দুঃখীত, যেটার পুটকিতে বাঁশ না দিলে,,, না ঢুকাইলে দাঁড়াইতে পারে না ওইটা প্রভু হয় কিভাবে...?”
এ ধরনের বক্তব্যের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ধর্মীয় বিষয়ে অবমাননাকর মন্তব্য বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হলেও, স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “এমন পোস্টগুলো কি পুলিশের নজরে আসে না?”
ধর্মীয় সম্প্রীতি নষ্টের আশঙ্কা থেকে অনেকে বিষয়টির দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।