

মুন্সিগঞ্জের সিরাজদিখানে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর! একজন আটক
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামে গতকাল রাত আনুমানিক ৪টার দিকে ৪ জন দুর্বৃত্ত স্থানীয় পূজামণ্ডপে প্রবেশ করে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তদের মধ্যে ৩ জন পালিয়ে যায় এবং এক নারীকে আটক করা হয়। আটকৃত ঐ নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন,
“এটা শুধু একটি প্রতিমা নয়, আমাদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এখনো পালিয়ে যাওয়া তিনজন দুষ্কৃতিকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় একজন বাসিন্দা বলেন,
“ গভীরে রাতে ইচ্ছে করে এই অপকর্মটি করেছে। আমরা চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে এমন কাজ করার সাহস না পায়।”
এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি এমন নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন।