

মিরসরাইয়ে হিন্দু বাড়িতে ধারাবাহিক চুরি: হাইতকান্দি ইউনিয়নের মহাজন বাড়ীসহ আশপাশের এলাকায় আতঙ্ক!
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই থানার ১৪নং হাইতকান্দি ইউনিয়নে হিন্দু পরিবারের ঘরবাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটছে।
এতে পুরো এলাকা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়দের অভিযোগ—চুরি প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় চোরচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
জানা যায়, কয়েক দিন আগে ইউনিয়নের তুলাবাড়ীয়া মহাজন বাড়ীতে দুর্গাপূজা চলাকালীন সময়ে গভীর রাতে শ্মশানের সামনে থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়। ওই সময় গ্রামজুড়ে উৎসব চলছিল, কিন্তু চোরেরা সেই সুযোগেই তাদের কাজ সেরে নেয়।
এরপর গত শনিবার (০৪ অক্টোবর ২০২৫ ইং) গভীর রাতে একই এলাকার চন্দন পালের বাড়িতেও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করা হয়। স্থানীয়দের তৎপরতায় চোরেরা পালিয়ে গেলেও এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়।
সবশেষে গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫ ইং) সন্ধ্যা ৮টার দিকে মহাজন বাড়ীর কেশব চৌধুরীর ঘরে দ্বিতীয়বারের মতো চুরি হয়। ঘর ভেঙে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, হাইতকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডসহ আশপাশের এলাকায় গত কয়েক মাস ধরে হিন্দু পরিবারের বাড়িগুলোকে টার্গেট করে চুরি হচ্ছে। দুর্গাপূজার সময় থেকে এ প্রবণতা আরও বেড়ে গেছে। গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন, কিন্তু তাতেও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের গ্রামে এখন কেউই নিরাপদ না। বারবার হিন্দু বাড়িতে চুরি হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।”
গ্রামবাসীরা দ্রুত তদন্ত করে এসব চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দুর্গাপূজা পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে বাড়তি নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তাঁরা।