
শ্রীমঙ্গলে পঞ্চম শ্রেণির রিমা সরকারকে অপহরণ! মুক্তিপণের ফোনকলের রেকর্ড HindusNews-এর হাতে
নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গলের রিমা সরকার নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত চার দিন ধরে নিখোঁজ থাকা রিমাকে ঘিরে তার পরিবার চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, রিমার অপহরণের পর অনেকেই এই অভিযোগকে বিশ্বাস করছেন না। তবে আজ সন্ধ্যা সাতটার দিকে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসে রিমাকে ফেরত দেওয়ার জন্য ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোনকলের রেকর্ড HindusNews-এর হাতে রয়েছে, যা প্রমাণ হিসেবে রাখা হয়েছে।
রিমার বাবা জানিয়েছেন, ফোনে অপহরণকারীরা বলেছে, “রিমা মা-বাবার জন্য পাগলপ্রায় হয়ে পড়েছে, কিন্তু তাকে এখন কথা বলতে দেওয়া যাবে না। ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।” ফোনকারী ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি অপহরণকারীদের একজন।
পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে দ্রুত রিমাকে উদ্ধার করার জন্য। তারা বলেছে, “পুলিশ যদি ইচ্ছে করলে ২৪ ঘণ্টার মধ্যে এসব সমস্যার সমাধান সম্ভব। তবে এতদিনেও প্রশাসন নিরব থাকায় পরিবার অতিরিক্ত উদ্বিগ্ন।”
স্থানীয়রা ও পরিবার আশা করছেন, দ্রুত প্রশাসন পদক্ষেপ নেবে এবং রিমাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে আনা হবে।