
সাতক্ষীরায় সুপারি বাগান থেকে প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথের মৃতদেহ উদ্ধার!
HindusNews ডেস্ক :
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এক প্রবীণ হিন্দু পাট ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাথপাড়া সুজন সাহা বাজার সংলগ্ন সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে বৈদ্য নাথ (৭০) নামে ওই প্রবীণ ব্যক্তির মরদেহ উদ্ধার করে তালা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্য নাথ দীর্ঘদিন ধরে এলাকার পরিচিত পাট ব্যবসায়ী ছিলেন। বয়সে প্রবীণ হলেও তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে তিনি রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হন, এরপর আর ফেরেননি।
পরদিন সকালে স্থানীয়রা সুব্রত মল্লিকের সুপারি বাগানে একটি গাছের পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে তালা সার্কেল এএসপি, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন—
“ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”
এলাকাবাসীর মধ্যে এ মৃত্যু ঘিরে নানা আলোচনা-গুঞ্জন চলছে। কেউ বলছেন এটি স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে।
স্থানীয় এক প্রতিবেশী জানান, “রাতে খাওয়ার পর বৈদ্য নাথ বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। সকালে বাগানে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।”
এদিকে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, যেই বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি একজন ইলেকট্রিক মিস্ত্রির মালিকানাধীন।
বর্তমানে এলাকায় সুপারি পাকার মৌসুম চলমান, এবং যে গাছটির পাশে মরদেহ পাওয়া গেছে, তার আশেপাশে বিদ্যুৎ সংযোগের চিহ্ন দেখা গেছে কি না—এ বিষয়ে তদন্ত দাবি উঠেছে।
কারণ, মরদেহের কাছেই সুপারি গাছে ওঠার একটি দড়ি পাওয়া গেছে, যা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বৈদ্য নাথের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।