
স্বামীর বাড়িতে দেবীদ্বারের মেয়ে দ্রোপদী দাসের রহস্যজনক মৃত্যু!স্বজনদের অভিযোগ, পরিকল্পিত হত্যা!
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের মেয়ে দ্রোপদী দাস (৩০)-এর রহস্যজনক মৃত্যু ।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (৫ অক্টোবর) লালমাই উপজেলার জালগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রোপদীর স্বামী সমির দাস, পেশায় দুবাই প্রবাসী, প্রায় দশ দিন আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে কলহ ও পারিবারিক অশান্তি শুরু হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন দুপুরে হঠাৎ খবর আসে যে দ্রোপদী দাস অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান, তিনি মৃত অবস্থায় শুয়ে আছেন, মুখে বিষের গন্ধ, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন বিদ্যমান।
এদিকে, মৃত্যুর পর থেকেই স্বামী সমির দাসসহ শ্বশুরবাড়ির সব সদস্য গা-ঢাকা দিয়েছেন।
দ্রোপদীর তিন বছরের কন্যা বর্ষা জানিয়েছে,“বাবা-মা ঝগড়া করেছিল।”
এই শিশুর সরল কথাই এখন পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে।
দ্রোপদীর পিতা নিমাই দাস অভিযোগ করে বলেন,“আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষ খাইয়ে বা মারধর করে হত্যা করার পর তারা সবাই পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।”
লালমাই থানা পুলিশ জানায়, “মৃতদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”