
চাঁদপুরে সুজন দেবনাথের মরদেহ উদ্ধার! এলাকায় শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামে জলাবদ্ধ কৃষি জমির পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে সুজন দেবনাথ (৩০)-এর মরদেহ।
ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) বিকেলে। স্থানীয়রা কৃষি জমির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সুজন দেবনাথ ওই গ্রামেরই মৃত ব্যক্তির একমাত্র ছেলে। জানা গেছে, সংসারের হাল ধরতে তিনি ছোটখাটো কাজ করতেন।
নিহতের মা অঞ্জলী দেবনাথ কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলে কোনো রাজনীতি বা সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। তার বাবা অনেক আগে মারা গেছেন। মেয়েকে বিয়ে দেওয়ার পর আমি ছেলেকে নিয়ে একাই থাকি। সে সকালে কাজের জন্য বের হয়েছিল, পরে শুনি তার লাশ পাওয়া গেছে। আমার ছেলেকে কে বা কেন এমন করল, কিছুই বুঝতে পারছি না।”
সুজনের সঙ্গে সকালে কাজ করা স্থানীয় ব্যক্তি মোঃ বাচ্চু (৫৫) বলেন,
“আমরা সকালে একসাথে গাছ কাটার কাজ করেছিলাম। এরপর কে জানত এমন হবে! কিভাবে সে মারা গেল, আমি কিছুই বলতে পারছি না।”
স্থানীয় বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ. এম. হারুনুর রশিদ জানান,
“সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে পুলিশকে জানানো হয় এবং তারা মরদেহ উদ্ধার করে। আমার জানা মতে, সুজন খুবই ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। কোনো ঝামেলা বা শত্রুতা তার ছিল না। মৃত্যুর কারণ রহস্যজনক।”
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন,
“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বিকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ নির্ধারণ করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলমান আছে।”