
চাঁদপুরে আরো এক সংখ্যালঘুর মরদেহ উদ্ধার! ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মী মঙ্গল হরিজনের মরদেহ উদ্ধার!
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলার টয়লেট থেকে মঙ্গল হরিজন (৫৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মঙ্গল হরিজন চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণখোলা হরিজন কলোনির বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সোনালী ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কাজের সময় হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বুধবারও মঙ্গল হরিজন সকালেই ব্যাংকে কাজে যান। কাজ শেষ হওয়ার পরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার ছেলে সন্ধ্যার পর ব্যাংকে গিয়ে খোঁজ করলে দায়িত্বে থাকা দারোয়ান প্রথমে জানান, “মঙ্গল আগেই চলে গেছে।”
কিন্তু ছেলে বারবার খোঁজ নেওয়ায় পরে টয়লেট চেক করা হয়, সেখানে দেখা যায় মঙ্গল মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন,
“ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়দের মধ্যে ঘটনার পর নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে ব্যাংকের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত মঙ্গল হরিজনের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।