
সাভারে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার! মূল্য ১ কোটি ২০ লাখ টাকা! পাচারের সময় আটক ১
ঢাকা প্রতিনিধি :
ঢাকার সাভার থেকে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় দেলোয়ার হোসেন (পিতা: মৃত আবুল হোসেন, গ্রাম: গোয়ালমারী, থানা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার একটি বিশেষ টিম হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফ্রিজের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মূর্তিটি বিদেশে পাচারের প্রস্তুতি চলছিল। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের প্রাচীন ও ঐতিহাসিক মূর্তি দেশের বাইরে পাচার করে আসছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন,
> “আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, এই মূর্তিটির বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এটি পাচারের চেষ্টা চলছিল। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি, এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
আটক দেলোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।