
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এ মনোনয়ন পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ
নিজস্ব প্রতিবেদক :
শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ (যা অনেকেই শিশুদের ‘নোবেল পুরস্কার’ বলে আখ্যা দেন) এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক আন্তর্জাতিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করা কিশোর-কিশোরীদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। এ বছর সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের গর্ব সুদীপ্ত দেবনাথ।
সুদীপ্ত সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি শহরের মাস্টারপাড়ার বাসিন্দা, পিতা যামিনী কুমার দেবনাথ ও মাতা সেজুতি দেবনাথের একমাত্র সন্তান।
গত তিন বছর ধরে সুদীপ্ত উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধ ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং অসংখ্য পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।
শুধু মাঠপর্যায়ে নয়, তিনি অনলাইনেও সমানভাবে সক্রিয়। ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম ক্যাম্পেইন ও ডিজিটাল সচেতনতা কর্মসূচির মাধ্যমে হাজারো শিশু ও অভিভাবকের মাঝে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার অধিকার নিয়ে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন।
এই মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন—
“আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করা আমার ভালো লাগে, কারণ তারাই ভবিষ্যৎ। আমি চাই, প্রতিটি শিশু যেন নিরাপদ, শিক্ষিত ও স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে।”
সুদীপ্তের এই অর্জনে সাতক্ষীরাবাসী গর্বিত। স্থানীয় শিক্ষক, সমাজকর্মী ও প্রশাসনের কর্মকর্তারাও তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার এর পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে মালালা ইউসুফজাই, গ্রেটা থানবার্গসহ বিশ্বজুড়ে খ্যাতিমান শিশু অধিকারকর্মীরা রয়েছেন। বাংলাদেশের তরুণ সুদীপ্ত দেবনাথের মনোনয়ন সেই ধারাবাহিকতায় দেশের জন্য এক বিশাল সম্মান ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।