
সিরাজগঞ্জে পুকুরপাড় থেকে আন্না বালা দাসের লাশ উদ্ধার! এলাকায় শোকের ছায়া
HindusNews ডেস্ক :
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর পাড় থেকে আন্না বালা দাস (৬০) নামে এক হিন্দু নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।
নিহত আন্না বালা দাস সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভরমোহনী দাস পাড়ার মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আন্না বালা বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি।
সকালে এলাকাবাসী সলঙ্গা ইসলামি উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরপাড়ে তার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে চারপাশে লোকজন জড়ো হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, আন্না বালা শান্ত স্বভাবের নারী ছিলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। স্থানীয়রা দাবি করছেন, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।