
কোম্পানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ভাইবোনের মৃত্যু
শুভ রায়,কোম্পানিগঞ্জ:
কোম্পানীগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতাল রোডে অবস্থিত রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কুমোদ চন্দ্রনাথ ও তার পরিবার দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ গ্যাসলাইনের পাইপ ফেটে আগুন ধরে গেলে ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পরিবারের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে কুমোদ চন্দ্রনাথের মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪) গুরুতর দগ্ধ হয়, যাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যায়। বাবা-মায়ের শরীরের দগ্ধতার পরিমাণ ছিল তুলনামূলক কম।
দগ্ধ অবস্থায় দুই শিশুকে রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তূর্য ৯ অক্টোবর সন্ধ্যায় এবং ঐর্দিকা ১২ অক্টোবর দুপুরে মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে।