
চট্টগ্রামে ট্রাকচালক সঞ্জীব চন্দ্র নাথকে ছুরিকাঘাতে হত্যা।
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় ট্রাকের সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির জেরে এক ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক ট্রাকচালক। নিহতের নাম সঞ্জীব চন্দ্র নাথ (৩০), তিনি মিরসরাই উপজেলার জোরারগনঞ্জ ততৈয়া এলাকার চানাচুর বিক্রেতা প্রফুল্ল চন্দ্র নাথের পুত্র।
ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর শুক্রবার রাত ৮ ঘটিকার দিকে, সদরঘাট থানাধীন সদরঘাট জেটি গেটের সামনে রাস্তার ওপর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় সেখানে জি.পি.এইচ স্ক্র্যাপ বহনের জন্য একাধিক ট্রাক সারিবদ্ধভাবে অপেক্ষা করছিল। গাড়ির সিরিয়াল নিয়ে সঞ্জীব চন্দ্র নাথ ও ইউসুফ হোসেন বিজয় (২৪)-এর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ইউসুফ হোসেন বিজয় ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে সঞ্জীবের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সঞ্জীবকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে সদরঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক ইউসুফ হোসেন বিজয় (২৪) পালিয়ে গেলেও তাকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, দুই ট্রাকচালকের মধ্যে আগে থেকে কোনো বিরোধ ছিল না। শুধু গাড়ির সিরিয়াল নিয়ে সামান্য তর্ক থেকেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
এই ঘটনায় সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।