
কলেজের উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেনি শিপা কর, নিখোঁজের ২৪ ঘণ্টা পেরোলেও সন্ধান নেই
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার শিপা কর (১৮) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ শিপা কর জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন ওমেন্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং রসুলগঞ্জ বাজারের বাসিন্দা শুশিল করের কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে নিয়মিতভাবে কলেজে যাওয়ার উদ্দেশ্যে শিপা কর বাসা থেকে বের হয়। কিন্তু বিকালে কলেজ ছুটির পরও সে বাড়িতে ফেরেনি। পরে কলেজে খোঁজ নিয়ে জানা যায়—সে ওইদিন কলেজে যায়নি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি শিপা করের খোঁজ পান, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ⬇️
📞 যোগাযোগ:
➡️ শুশিল কর – ০১৭৫৭২৬৫৮৩০
➡️ নিপেন্দ্র কর – ০১৭৩১৪৫৬৭৯১