
ঢাকায় পুলিশ কর্মকর্তার ফেসবুকে হিন্দু দেব-দেবী নিয়ে আপত্তিকর মন্তব্যে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আর কে রাসেল খান, যিনি ডিএমপি’র প্রোটেকশন, অর্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় এবং তিনি বাংলাদেশ পুলিশের ২৩তম ব্যাচের সদস্য বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, আর কে রাসেল খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হিন্দু দেব-দেবীদের উদ্দেশে একটি অশালীন ও ধর্মবিদ্বেষী মন্তব্য পোস্ট করেন। তিনি লেখেন, “যার পুটকির মধ্যে বাঁশ না ডুকাইলে দাড়াইতে পারেনা, সে আবার তাদের প্রভু হয় কীভাবে।”
তার এই মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি করে। নেটিজেনদের অনেকে বিষয়টি ডিএমপি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিতর্ক সৃষ্টি হওয়ার পর আর কে রাসেল খান তার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেন এবং পোস্টটি মুছে ফেলেন। তবে তার বক্তব্যে অনেকেই গভীরভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাধারণ মানুষের দাবি, একজন সরকারি চাকরিজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তার কাছ থেকে এমন অশালীন ও ধর্মবিরোধী আচরণ কোনোভাবেই কাম্য নয়।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সকল ধর্ম ও ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।