হাওড়ায় সাড়া ফেলেছে আন্তধর্মীয় বিবাহ: সোনিয়া খাতুন এখন মিষ্টি চ্যাটার্জী

7 week ago
VIEWS: 588

অনলাইন ডেক্স :

হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত ভান্ডারগাছির মলয় চ্যাটার্জি ও মঙ্গলা চ্যাটার্জির ২৩ বছর বয়সী ছেলে দীপ চ্যাটার্জিকে বিয়ে করে নতুন জীবনের পথে পা রাখলেন সোনিয়া খাতুন, যিনি এখন পরিচিত “মিষ্টি চ্যাটার্জী” নামে।

জগৎবল্লভপুর থানার মুন্সিরহাটের সেকরাহাতি এলাকার শেখ আব্দুল্লা দাইয়ান ও মাহিরুম বেগমের কন্যা সোনিয়া নিজের সিদ্ধান্তে হিন্দু ধর্ম গ্রহণ করে আজ থেকে নিজেকে হিন্দু গৃহবধূ হিসেবে পরিচয় দিলেন।

উলুবেড়িয়া সাব-ডিভিশনের অন্তর্গত বাগনানে তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হয় হিন্দু সংহতির সহ-সম্পাদক মুকুন্দ কোলের উপস্থিতিতে। সংগঠনের পক্ষ থেকে তিনি এই শুভ পরিণয়ের সাক্ষী থাকেন এবং নবদম্পতির হাতে বিবাহের নথি তুলে দেন।

মুকুন্দ কোল বলেন, “তপন দার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পথে আমরা সমাজে একতা ও প্রেমের বার্তা ছড়িয়ে দিতে চাই। আজকের এই বিবাহ সেই প্রচেষ্টারই একটি প্রতীক।”

হিন্দু সংহতির পক্ষ থেকে নববধূ মিষ্টি চ্যাটার্জী ও বর দীপ চ্যাটার্জিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানানো হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, “সনাতনী সমাজের শিকড়ে ফেরা এক সাহসী সিদ্ধান্তের সাক্ষী রইল আজকের দিন।”

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন