
সন্তান শোকে বাকরুদ্ধ মা-বাবা! গাইবান্ধায় ৫ম শ্রেণী পড়ুয়া আদুরিকে অপহরণ করলো একই এলাকার শিবলু মিয়া।
নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঠেঙ্গামাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামে পঞ্চম শ্রেণী পড়ুয়া আদুরিকে অপহরণ করলো একই এলাকার শিবলু মিয়া।
অপহৃত স্কুলছাত্রী আদুরিকে না পেয়ে শোকে কাতর তার মা-বাবা বর্তমানে মৃত্যুপথযাত্রী।এলাকাজুড়ে এখন শোকের ছায়া, ক্ষোভ আর আতঙ্কের মিশ্র আবহ।
পরিবার সূত্রে জানা যায়, গত ১লা অক্টোবর সকালে ৫ম শ্রেণিতে পড়ুয়া আদুরি (১১) স্থানীয় বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এলাকারই এক যুবক শিবলু মিয়া।
ঘটনার সময় আদুরির সহপাঠীরা চিৎকার-চেঁচামেচি করলেও অপহরণকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু শিবলু মিয়া ও তার সহযোগীদের প্রভাবের কারণে কোনো সমাধান মেলেনি। বরং, ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে আদুরির বাবা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘ দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
আদুরির মা মেয়ের অপহরণের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিদিন মেয়ের জন্য অপেক্ষা করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানান, “আদুরির নাম শুনলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এখন তিনি প্রায় মৃতপ্রায় অবস্থায় শয্যাশায়ী।”
এদিকে এলাকাবাসী ও সামাজিক সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেন, “একটি নিরপরাধ স্কুলছাত্রী দিনের আলোয় অপহৃত, অথচ প্রশাসন এখনো নিরব! এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ ন্যায়বিচার নিয়ে শঙ্কিত।”
মানবাধিকারকর্মী ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেছেন, দেশে সংখ্যালঘু মেয়েদের টার্গেট করে অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। আদুরির ঘটনাটি সেই ধারাবাহিকতারই একটি বেদনাদায়ক উদাহরণ।