গৌরনদীতে ৬ দোকানে সশস্ত্র ডাকাতি! লুটের পরিমাণ আনুমানিক ৩ কোটি টাকা

6 week ago
VIEWS: 157

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে সশস্ত্র একদল দুর্বৃত্ত বাজারে হানা দিয়ে অন্তত ছয়টি দোকানে লুটপাট চালায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ডাকাতরা প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মালামাল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক তিনটার দিকে হাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল বাজারে প্রবেশ করে। তারা প্রথমে পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর একে একে বাজারের ছয়টি দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাতি চালায়। আক্রান্ত দোকানের মধ্যে রয়েছে তিনটি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্ট, একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকান এবং একটি মুদি দোকান।

বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করে। লুটের সময় তাদের হাতে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্রও ছিল। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশেপাশের বাসিন্দারা চিৎকার করতে শুরু করলেও, ডাকাতরা তখনই ঘটনাস্থল ত্যাগ করে।

ফেন্সি জুয়েলার্সের মালিক সঞ্জয় রায় বলেন,

“আমার সহায়-সম্বল যা ছিলো, সব শেষ হয়ে গেছে। দোকানে ক্রয়কৃত স্বর্ণের পাশাপাশি গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালংকারও ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা কোনোভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়।”

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হাবিবুর রহমান জানান,

“ডাকাতির পর থেকে বাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আমরা পুলিশের কাছ থেকে অবিলম্বে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাই।”

খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন,

“ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে, এই ভয়াবহ ঘটনায় পুরো হোসনাবাদ সাহেবেরচর বাজারে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছেন, রাতের বেলায় বাজারে টহল এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন