
বাগেরহাটে দিঘি থেকে রাজমিস্ত্রি সুমন্ত বিশ্বাসের মরদেহ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের একটি দিঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদৌলা জুয়েলের বাসায় ভাড়া থেকে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ তিনি কাজ শেষ না করেই বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরদিন সকালে স্থানীয়রা কারাপাড়া এলাকার একটি দিঘির পাড়ে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন্ত বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতরা জানিয়েছেন, সুমন্ত বিশ্বাস শান্ত-স্বভাবের পরিশ্রমী মানুষ ছিলেন। প্রতিদিনের মতো সোমবারও কাজে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ এভাবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজন হলে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে।