
বেতাগীতে হিন্দুদের সমাধি ভেঙে দোকান নির্মাণ! স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষোভ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
বরগুনার বেতাগী পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা রোড এলাকায় হিন্দু সম্প্রদায়ের বহু বছরের পুরনো সমাধি (স্থানীয় ভাষায় ‘মড’) ভেঙে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার শামীম সিকদার ও রিয়াজ সিকদার নামের দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াপদা রোডের পাশে হিন্দু সম্প্রদায়ের একাধিক প্রজন্মের স্মৃতি ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে একটি ‘মড’ বা সমাধি ছিল। দীর্ঘদিন ধরে স্থানটি স্থানীয় হিন্দুদের কাছে শ্রদ্ধা ও পূজার স্থান হিসেবে পরিচিত ছিল। অভিযোগ রয়েছে, সম্প্রতি রাতের আঁধারে ওই সমাধিটি ভেঙে সেখানে দোকানঘর নির্মাণ শুরু করেন শামীম সিকদার ও রিয়াজ সিকদার।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছেন, পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এই ন্যক্কারজনক কাজটি করা হয়েছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বেতাগী উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কর্মকার বলেন,
“রাতের আঁধারে আমাদের ধর্মীয় বিশ্বাসের পবিত্র প্রতীক ‘মড’ ভেঙে দোকান ঘর নির্মাণ করা হয়েছে। এটি শুধু একটি জায়গা দখলের ঘটনা নয়—এটি আমাদের ধর্মীয় অনুভূতির উপর প্রকাশ্য আক্রমণ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন,
“যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক এবং সরানো সমাধিটি আগের জায়গায় পুনঃস্থাপন করা হোক। স্থানীয় প্রশাসনসহ ধর্মপ্রাণ মানুষের প্রতি আমাদের আহ্বান—এই অন্যায়ের বিরুদ্ধে যেন সবাই এক হয়ে দাঁড়ান।”
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় হিন্দু বাসিন্দারা দাবি করেছেন, প্রশাসনের নীরব ভূমিকাই এ ধরনের ধর্মীয় সম্পত্তি দখলের সাহস যোগাচ্ছে দখলকারীদের।
ধর্মীয় সম্প্রীতির জন্য পরিচিত বেতাগীতে এমন ঘটনা স্থানীয়দের মনে গভীর দাগ ফেলেছে। অনেকেই বলছেন, “এভাবে যদি একের পর এক ধর্মীয় প্রতীক ধ্বংস করা হয়, তাহলে ঐক্য ও শান্তির পরিবেশ নষ্ট হবে।”