






যশোরের কেশবপুরে দেবালয়ে তিনটি মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ লুট প্রায় ১২ লাখ টাকা!
যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে গতকাল সোমবার (১৩ অক্টোবর ২০২৫) গভীর রাতে অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী মন্দিরের তালা ভেঙে শিব, কালী ও জগন্নাথ — এই তিনটি মন্দিরে প্রবেশ করে মূল্যবান স্বর্ণালংকার ও বিভিন্ন উপাসনাসামগ্রী লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মন্দির কমিটির সদস্যরা প্রতিদিনের মতো পূজা অর্চনার জন্য মন্দির প্রাঙ্গণে গেলে দেখতে পান তিনটি মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে ভেতরে ঢুকে তারা দেখতে পান, দেব-দেবীর অলংকার, ঘন্টার দড়ি, দানবাক্সের টাকা এবং অন্যান্য পূজার সামগ্রী উধাও।
মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রীর মূল্য আনুমানিক প্রায় ১২ লাখ টাকার মতো। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন, “মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি আমাদের অনুভূতির কেন্দ্র। এমন ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।”
বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় কমিটির সভাপতি বলেন,
“এটা কোনো সাধারণ চুরি নয়, এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের সমান। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি — দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
এদিকে, স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ঘটনাটি দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তারা জানান, এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।