
জগন্নাথপুরে ৫ দিন পর নিখোঁজ জেলে বিপ্লব বিশ্বাসের মরদেহ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বজ্রপাতে নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে কুশিয়ারা নদীর বাগময়না এলাকা থেকে বিপ্লব বিশ্বাস (৩৩) নামের ওই জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিপ্লব বিশ্বাস উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে একা নৌকা বেঁধে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হঠাৎ আকাশে কালো মেঘে ঢাকা পড়ে, শুরু হয় হালকা ঝড়-বৃষ্টি। ঠিক সে সময় বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং আর উঠে আসেননি।
পরিবার ও স্থানীয়রা পুরো নদীপাড়ে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ঘটনার পাঁচ দিন পর সোমবার রাতে স্থানীয় কয়েকজন নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান,
“প।রিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।”
হঠাৎ বজ্রপাতে প্রাণ হারানো বিপ্লব বিশ্বাসের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষ জানায়, বিপ্লব ছিলেন পরিশ্রমী ও নিরহঙ্কার একজন জেলে, প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি।
প্রকৃতির এমন নির্মম ছোঁয়ায় এক তরুণ জীবনের আকস্মিক অবসান ঘটায় শোকস্তব্ধ পুরো রানীনগর গ্রাম।