
মিরসরাইয়ে নিখোঁজ শিক্ষার্থী অর্ণব দত্তের সন্ধান চায় পরিবার
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যম তালবাড়ীয়া গ্রামে অর্ণব দত্ত (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে অর্ণব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অর্ণবের শারীরিক বর্ণনা অনুযায়ী, সে শ্যামলা বর্ণের, বয়স আনুমানিক ১৩ বছর। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।
অর্ণবের পরিবার ও স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। ইতোমধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসন ও থানায় জানানো হয়েছে। পুলিশ বলছে, অর্ণবকে উদ্ধারে সবধরনের চেষ্টা চলছে। পাশাপাশি তারা জনগণের সহযোগিতা কামনা করেছেন।
অর্ণবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,
“আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে চাই। যদি কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানে, অনুগ্রহ করে জানাবেন।”
যদি কেউ অর্ণব দত্তকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে—
📞 01612118354 / 01851940134
অর্ণবের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রার্থনায় রয়েছে তার পরিবার, সহপাঠী ও সমগ্র এলাকাবাসী।