রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন ভবনে লিফট দুর্ঘটনায় গাড়িচালক বাবু কান্তি দে’র মর্মান্তিক মৃত্যু

6 week ago
VIEWS: 96

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে বাবু কান্তি দে (৩২) নামে এক গাড়িচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর সংলগ্ন একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু কান্তি দে উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কায়দা আজম কালি মন্দির এলাকার বাসিন্দা ও গোচরা বাজারের ব্যবসায়ী কাজল কান্তি দে’র বড় ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত জহরলাল দাশ জানান, তিনি ও বাবু কান্তি দে ওই ভবনের নিচতলার একটি অফিসে বসে আড্ডা দিচ্ছিলেন। রাতে অফিসটি বন্ধ হয়ে গেলে তারা দু’জনে ভবনের দ্বিতীয় তলায় ওঠেন। পরে সেখানে তাদের সঙ্গে যোগ দেন সিপাত নামের আরেক ড্রাইভার। তিনজন মিলে গাড়ির হিসাব সম্পন্ন করার পর চা খাওয়ার উদ্দেশ্যে নিচে নামতে শুরু করেন।

জহরলাল ও সিপাত আগে নেমে যান, আর পেছনে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন বাবু। অন্ধকারে ও অসতর্ক অবস্থায় তিনি নির্মাণাধীন ভবনের সিঁড়ির পরিবর্তে লিফটের ফাঁকা জায়গায় পা দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু কান্তি দে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন। পেছনে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

বাবুর ছোট ভাই শিবু কান্তি দে জানান, পরিবারের পক্ষ থেকে বিনা-ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

স্থানীয়দের মতে, নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক চিহ্ন না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী ভবন কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন