ইসকনের আরেকটি Guinness World Record: ২৪ ঘণ্টায় ৮,৮১৩ জনের মাদকবিরোধী অঙ্গীকার!

6 week ago
VIEWS: 278

HindusNews ডেস্ক :

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ISKCON) আবারও অর্জন করল এক অনন্য গৌরব—স্থান পেল Guinness Book of World Records-এ।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ৮,৮১৩ জন মানুষের কাছ থেকে “মাদকবিরোধী অঙ্গীকার” গ্রহণ করিয়ে এক নজিরবিহীন রেকর্ড গড়েছে ইসকন।

এই ঐতিহাসিক উদ্যোগের লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকাসক্তির অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে এক সৎ, নৈতিক ও কৃষ্ণভাবনাময় জীবনের পথে অনুপ্রাণিত করা।

ইসকনের এই কার্যক্রমে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ—ছাত্র, শিক্ষক, চিকিৎসক, সমাজকর্মীসহ বহু তরুণ-তরুণী।

ইসকনের মুখপাত্র জানান, “এটি কেবল একটি রেকর্ড নয়, বরং এক নৈতিক ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক। আমরা চাই তরুণ প্রজন্ম মাদকমুক্ত হোক এবং জীবনের প্রকৃত লক্ষ্য—ভগবান কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করুক।”

অংশগ্রহণকারীরা লিখিত ও মৌখিকভাবে মাদকবিরোধী অঙ্গীকার প্রদান করেন এবং পরবর্তীতে তাদের নাম ও প্রতিশ্রুতি রেকর্ডের জন্য সংরক্ষিত হয়।

বিশ্বব্যাপী মাদকাসক্তির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেখানে ইসকনের এই অর্জন নিঃসন্দেহে এক প্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে প্রতিষ্ঠিত এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আকারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসকন কর্তৃপক্ষ।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন