
ফেনীর দাগনভূঞায় সুজন ভৌমিকের ঝুলন্ত লাশ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক :
ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামে ঝুলন্ত অবস্থায় সুজন ভৌমিক (৪০) নামে এক হিন্দু ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে ইয়াকুবপুর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের ভুঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুজন ভৌমিক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিয়া ইউনিয়নের প্রফুল্ল ভৌমিকের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একজনকে ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দাগনভূঞা থানার এক কর্মকর্তা জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।