
নোয়াখালীতে হিন্দু ছাত্র মহাসংঘের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রদীপ প্রজ্বলন ও নাম সংকীর্ত্তন
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্বলন ও ভক্তিমূলক নাম সংকীর্ত্তন অনুষ্ঠান। ভগবানের পবিত্র নাম উচ্চারণে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ, আর এই আয়োজনে ভক্তদের হৃদয়ে ছড়িয়ে পড়ে ভক্তি ও ঐক্যের বার্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সুমন চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল ও চট্টগ্রাম বিভাগীয় প্রচার সম্পাদক আনন্দ শর্মা।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি হৃদয় আচার্য্য, জেলা সহ-প্রচার সম্পাদক নিশান মজুমদার, সেনবাগ উপজেলা শাখার দপ্তর সম্পাদক জুয়েল শর্মা সহ সংগঠনের আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর ভক্তিমূলক নামসংকীর্ত্তন পরিবেশিত হলে উপস্থিত সবাই ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক উচ্ছ্বাসে মুগ্ধ হন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
“বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি ভক্তি, ঐক্য ও মানবতার প্রতীক। আমাদের লক্ষ্য হলো সনাতন যুবসমাজকে ভগবানের আদর্শে জাগ্রত করা এবং সমাজে ন্যায়, শান্তি ও ঐক্যের বীজ বপন করা।”
তারা আরও বলেন, এই সংগঠন সনাতন ধর্মের চিরন্তন আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে, যাতে আগামী প্রজন্ম নিজেদের ধর্ম, সংস্কৃতি ও মানবতার মূল্যবোধে গর্বিত হতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সবাই মিলে প্রতিজ্ঞা করেন—সনাতন ধর্মের ঐক্য ও মানবতার পতাকা অক্ষুণ্ণ রাখতে সবাই একযোগে কাজ করেন।