
কাঁকড়া ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পলাশ ভৌমিকের !
চট্টগ্রাম প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার কালাচাঁদ ভৌমিকের ছোট ছেলে পলাশ ভৌমিক (২৫) শুক্রবার সকালে পরিবারের অভাবের সংসারে একটু স্বস্তি আনতে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কিন্তু কে জানত—এই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা!
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাবলু গঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে কাঁকড়া ধরতে গিয়ে বিদ্যুতের তারে শর্টসার্কিট হয়ে পলাশ মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ ভৌমিক ছিলেন পরিবারে সবার ছোট। আর্থিক অভাবের কারণে পরিবারে ভরসার অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি। তাঁর হঠাৎ চলে যাওয়ায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, পলাশ ছিলেন পরিশ্রমী, হাসিখুশি ও সবার প্রিয়।
স্বজনদের আহাজারিতে পুরো এলাকা এখন শোকস্তব্ধ। গ্রামের মানুষ চোখের জলে বিদায় জানিয়েছেন এই তরুণকে।
হিন্দু ধর্মীয় আচার অনুযায়ী শনিবার সকালে তার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।
শোককথা—
“দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু”—
দেবলোকেই যেন স্থান হয় এই অকালে ঝরে যাওয়া প্রাণের।