
রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন শিক্ষার্থী সুজন চন্দ্র
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ক্যাম্পাস। শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম সুজন চন্দ্রের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
সুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।
নির্বাচনে অংশ নেওয়ার পেছনের অনুপ্রেরণা ও তার মতাদর্শ নিয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন,
> “আমি সবসময় এমন একটি সংগঠন চেয়েছি যারা শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে। শিবিরের প্যানেলে আসার অন্যতম কারণ তাদের আদর্শ, নীতিবোধ এবং শৃঙ্খলা—যা আমাকে সবসময় আকর্ষণ করেছে। ছাত্রশিবির মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষাবান্ধব কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার প্রতি আস্থা রেখেছেন।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাধারণ শিক্ষার্থী মহলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে “বহুত্ববাদের উদাহরণ” হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।
রাকসুর এবারের নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। সবকটি প্যানেলই সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালায়। তবে শিবির সমর্থিত প্যানেল থেকে সনাতন ধর্মাবলম্বী একজন প্রার্থী বিজয়ী হওয়াকে অনেকেই “অপ্রত্যাশিত হলেও ইতিবাচক বার্তা” হিসেবে দেখছেন।