গাজীপুরে হিন্দু যুবকের নামে ভুয়া প্রচারণা! পুলিশের ব্যাখ্যা—‘ঘটনায় ধর্মীয় কোনো সংশ্লেষ নেই’
গাজীপুর প্রতিনিধি, HindusNews:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে প্রচারিত একটি বিভ্রান্তিকর ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে ‘হিন্দু যুবকের দ্বারা মাদ্রাসাছাত্রী ধর্ষণ’ হিসেবে উপস্থাপন করা হলেও—বাংলাদেশ পুলিশের তদন্তে উঠে এসেছে একেবারে ভিন্ন বাস্তবতা।
পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কজনিত, এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উদ্দেশ্য বা প্ররোচনার সঙ্গে সম্পৃক্ত নয়।
বিবৃতিতে জানানো হয়—গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমিনুল ইসলামের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই এলাকার জয় কুমার দাস নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি এর আগেও দু’বার স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে পালিয়ে যায় এবং প্রতিবারই নিজ ইচ্ছায় বাড়িতে ফিরে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট মেয়েটি আবারও জয় কুমার দাসের সঙ্গে পালিয়ে যায় এবং দুই দিন পর স্বেচ্ছায় ফিরে আসে। পরে, ১৫ অক্টোবর মেয়েটির মা মোছা: শিউলি বেগম তিনজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে—এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা সতর্ক করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পুলিশ তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে, “এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক সম্পৃক্ততা নেই। এটি কেবল দুই পরিবারের মধ্যকার একটি ব্যক্তিগত বিষয়, যা নিয়ে অতিরঞ্জিত বা বিকৃত বক্তব্য প্রচার করা অনুচিত।”