
সনাতনী অধিকার আন্দোলনের রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি প্রদান
নিজস্ব প্রতিবেদক :
৫ ই আগষ্ট ২০২৪ ইং তারিখে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাশীল দল আওয়ামী লীগের পতন ঘটে। আর এই সরকার পতনের পরপরই সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে খুন, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি, ভূমি দখল ও নারীদের ধর্ষণের মতো জঘন্যতম কাজ। আর এই অত্যাচারের প্রতিবাদ জানাতে সাধারণ শিক্ষার্থী, অধিকাংশ সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশের সুশীল সমাাজ এক হয়ে ০৭ ই আগষ্ট ২০২৪ ইং বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক নামে জোট তৈরি করে ০৯ ই আগষ্ট ২০২৪ ও ১০ ই আগষ্ট ২০২৪ তারিখে ঢাকার প্রেসক্লব ও শাহবাগ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। পাশাপাশি এই নামে বিভিন্ন বিভাগ ও জেলাতে আন্দোলন হয়। সময়ের প্রয়োজনে শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী, গোপীনাথ বাবাজী, বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারাণ সনাতনীরা যুক্ত হয়ে আন্দোলনকে আর শক্তিশালী করতে নাম নির্ধারণ করা হয় "সনাতনী অধিকার আন্দোলন"। আর এই ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী ও চিন্ময় প্রভু যুক্ত হয়ে ২২ শে আগষ্ট ২০২৪ জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে সাংবাদ সম্মেলন করা হয়। এই প্লাটফর্মসহ আন্দোলনের মূল দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ কুমার হালদার।
সময়ের প্রয়োজনে সনাতনী অধিকার আন্দোলনের হাতকে শক্তিশালী করতে বিভিন্ন বিভাগে সনাতনী অধিকার আন্দোলনের কমিটি প্রদান করা হচ্ছে। যার ধারাবাহিকতায় রোজ: শুক্রবার তারিখ: ১৭ ই আগষ্ট ২০২৫ ইং সনাতনী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সিনিয়র সহ সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক এাডভোকেট সুশান্ত অধীকারী ও দপ্তর সম্পাদক আশীষ কুমার বাড়ৈ এর স্বাক্ষরে আহ্বায়ক শ্রী অমৃত চ্যাটার্জি (অনাথ) ও সাধারণ সম্পাদক শ্রী অশোক গোস্বামীসহ অন্যান্যদের বিভিন্ন পদে রেখে ৫৪ জন বিশিষ্ট রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।