
গোবরডাঙার চিকিৎসকের পরিবার বাংলাদেশের সাতক্ষীরারও ভোটার! তদন্তে নেমেছে পুলিশ
HindusNews ডেস্ক :
উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানা এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যখন জানা যায় যে স্থানীয় এক চিকিৎসকের পরিবার একই সঙ্গে ভারতের এবং বাংলাদেশের—দু’দেশেরই ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে!
গোবরডাঙার পায়রাগাছি এলাকার বাসিন্দা তারকনাথ ঢালী ও তাঁর পরিবার বর্তমানে বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথের ভোটার হিসেবে নথিভুক্ত। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—বাংলাদেশের সাতক্ষীরা জেলার ভোটার তালিকাতেও রয়েছে তাঁদের নাম!
স্থানীয় সূত্রে জানা যায়, তারকনাথ ঢালীর পুত্র গৌতম ঢালী পেশায় একজন চিকিৎসক এবং দীর্ঘদিন ধরেই গোবরডাঙা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। এলাকায় তাঁদের পরিবার বেশ পরিচিত। তবে দ্বৈত ভোটার তালিকায় নাম ওঠায় তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে এই বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। দুপুরের দিকে গোবরডাঙা থানার পুলিশ তারকনাথ ঢালীর বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। তাঁদের কাছ থেকে নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র দেখতে চাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং যদি প্রমাণ মেলে যে তাঁরা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত তারকনাথ ঢালী সাংবাদিকদের বলেন, “আমি প্রায় দশ বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছি। তখন থেকেই উত্তর ২৪ পরগনাতেই আছি। কিভাবে ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না। বহু বছর ধরে বাংলাদেশেও যাইনি।”
এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ বলেন, “ঘটনাটি সম্পর্কে আগে কিছু জানতাম না। সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি প্রশাসনের নজরে আনছি, তারা তদন্ত করবে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, শুধু তারকনাথ ঢালী নয়, সম্প্রতি বাংলাদেশ থেকে আরও কয়েকজন আত্মীয় ভারতে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সরকারি চাকরিও করছেন বলে খবর।
গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—বাংলাদেশের সাতক্ষীরার ভোটার কীভাবে ভারতের ভোটার তালিকায় স্থান পেলেন? এই ঘটনার পেছনে বড় কোনো চক্র আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।