

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তীর নামে আবারও মিথ্যা গুজব ছড়ানোর চেষ্টা!
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও গবেষক ড. কুশল বরণ চক্রবর্তী—যিনি দীর্ঘদিন ধরে একাডেমিক ও সাংস্কৃতিক অঙ্গনে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন—তার নামকে ঘিরে আবারও ঘৃণ্য মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু হয়েছে।
সম্প্রতি ‘আল ইন্তিফাদা’ নামে একটি ফেসবুক পেজ, যা পাকিস্তানভিত্তিক কিছু উগ্র সংগঠনের অনুসারী বলে পরিচিত, সেখানে একাধিক পোস্টে দাবি করা হয়েছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু হিন্দু শিক্ষক নাকি “অনৈতিক কার্যকলাপে” জড়িত। তারা আরও লিখেছে, এই শিক্ষকরা নাকি “কক্সবাজারে মুসলিম মেয়েদের সিজিপিএ বাড়ানোর আশ্বাস দিয়ে রাত কাটানোর জন্য নিয়ে যান”—যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।
পোস্টে আরও অশালীনভাবে বলা হয়েছে যে, “মুসলিম মেয়েরাও জেনে বুঝে নাম্বারের লোভে তাদের সাথে চলে যায়।”
এই বক্তব্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার এক উদ্দেশ্যমূলক অপচেষ্টা।
এই বিভ্রান্তিকর পোস্ট প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর এক ধরনের নোংরা মানসিক আক্রমণ।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন,
“এটি পরিকল্পিত অপপ্রচার। ড. কুশল বরণ চক্রবর্তী একজন সৎ, নীতিবান ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার নামে এই ধরনের গুজব ছড়িয়ে সমাজে হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোই মূল উদ্দেশ্য।”
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তুলেছেন‘আল ইন্তিফাদা’ পেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং এই ধরনের সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণা যেন কঠোরভাবে দমন করা হয়।