
কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর নদীতে মিলল শ্রীকৃষ্ণ দাসের মৃতদেহ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধার হলো শ্রীকৃষ্ণ দাসের (৫০) মৃতদেহ।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীকৃষ্ণ দাস মাছ ধরতে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্থানীয়রা শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার নৌকা, জাল ও মোবাইল ফোন দেখতে পান, তবে শ্রীকৃষ্ণ দাসকে পাওয়া যায়নি।
পরে শনিবার দুপুরে (৪৮ ঘণ্টা পর) নদীর এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত শ্রীকৃষ্ণ দাস বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।