
আদি বারোয়ারি কালীপুজোর ইতিহাসে এক অলৌকিক অধ্যায়: ১৯৭৩ সালের সেই রহস্যময় রাত
নিজস্ব প্রতিবেদক:
১৯৭৩ সালের কালীপুজোর রাতে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা, যা আজও আদি বারোয়ারি কালীপুজোর ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হিসেবে আলোচিত। পুরোহিতের দাবি অনুযায়ী, সেদিন ঠিক মধ্যরাতে মা কালী নিজেই মণ্ডপে অবতীর্ণ হয়েছিলেন।
চোখের পলকে মণ্ডপ জুড়ে ছড়িয়ে পড়ে এক অজানা শিহরণ। উপস্থিত সকলেই অনুভব করেন এক অলৌকিক শক্তির উপস্থিতি। পুরোহিত হঠাৎ ভয় পেয়ে exclaimed করেন— “মা এসেছেন! মা মণ্ডপে নাচছেন!”
লোকমুখে প্রচলিত আছে, আগুনের আলো ও ঢাকের তালে সেদিন যেন এক অদৃশ্য শক্তি নৃত্য করছিল। কেউ কেউ বলেন, মা কালী তাঁর ঐশ্বরিক রূপে মণ্ডপে নেমে এসে সমস্ত অশুভ শক্তিকে দূর করেছিলেন।
ঘটনার পর থেকে প্রতি বছর কালীপুজোর সেই রাতটি স্থানীয়দের কাছে হয়ে উঠেছে এক বিশ্বাসের প্রতীক, এক অলৌকিক স্মৃতি। আজও আদি বারোয়ারি কালীপুজোর ইতিহাসে ১৯৭৩ সালের সেই রাত ভক্তি, রহস্য ও অলৌকিকতার এক অমলিন অধ্যায় হয়ে আছে।