
টাঙ্গাইলে স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকারকে কুপিয়ে জখম! নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই , এলাকায় আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের করটিয়া সা’দত বাজারে শনিবার (১৮ অক্টোবর) রাতে সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকার। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্গা মন্দিরের সামনে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালায় তার ওপর। স্থানীয় সূত্রে জানা যায়, মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাড়ির পথে ছিলেন। এ সময় হঠাৎ একটি প্রাইভেটকার থেকে তিন-চারজন দুর্বৃত্ত বেরিয়ে আসে। তারা প্রথমে পটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং পরে ধারালো অস্ত্র ও অবৈধ বন্দুক নিয়ে বিপ্লব কর্মকারকে লক্ষ্য করে হামলা চালায়।
হামলাকারীরা নির্মমভাবে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। স্থানীয়রা জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র ছাড়াও আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা আতঙ্ক সৃষ্টির জন্য গুলি ছোড়ে। বন্দুকের শব্দে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আশেপাশের দোকানদার ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।
গুরুতর আহত অবস্থায় বিপ্লব কর্মকারকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অভিযোগ করছেন, সাম্প্রতিক সময়ে হিন্দু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।
ঘটনার বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।