
ধামরাইয়ে যুবকের ওপর দেশীয় অস্ত্রের হামলা, হত্যাচেষ্টার অভিযোগ থানায়
নিজস্ব প্রতিবেদক |
ঢাকা জেলার ধামরাই উপজেলার বেরশ এলাকায় পূর্ব শত্রুতার জেরে অচন্ত সরকার (২৮) নামে এক যুবকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার রাতে। আহত অবস্থায় স্থানীয়রা অচন্ত সরকারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত অচন্ত সরকারের বাবা শচীন্দ্র সরকার ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে—মনির, তানজিদ, জহিরুল ইসলাম ও পারভেজ—এছাড়া আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।