
ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি: বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা
দিনাজপুর:
হিন্দু ছাত্র সমাজের অধিকার ও সনাতনী ঐতিহ্য রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ তাদের নতুন মেয়াদের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। শনিবার (১৯ অক্টোবর) দিনাজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সুজন চন্দ্র রায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন ও ঘোষণা দেন।
ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সুজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্বীপ দাস, এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন প্রীতম পাল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সারাদেশে কার্যক্রম আরও বেগবান করা হবে।
নতুন কমিটির মূল স্লোগান ঘোষণা করা হয়েছে—
👉 “ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি। দালালি নয়, অধিকার চাই।”
🔶 লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনের নতুন নেতৃত্ব হিন্দু ছাত্র সমাজের নৈতিক বিকাশ ও ধর্মান্তর প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।
সভাপতি সুজন চন্দ্র রায় বলেন,
“আমরা শ্রীরাম চন্দ্রের আদর্শ অনুসরণ করে ধর্মীয় ও নৈতিক বিকাশের ওপর জোর দেব। আমাদের মূল লক্ষ্য হলো— হিন্দু ছাত্র সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও আত্মসম্মান রক্ষা।”
সাধারণ সম্পাদক দ্বীপ দাস বলেন,
“প্রতারণামূলক সম্পর্ক ও জোরপূর্বক ধর্মান্তর রোধে আমরা কাজ করব। কোনো হিন্দু ছাত্র বা যুবক যদি এমন ঘটনার শিকার হয়, সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং আইনি সহায়তা দেবে। দীর্ঘমেয়াদে বৈদিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে।”
🔸 মূল এজেন্ডাসমূহ
১️⃣ সনাতনী ঐক্য গড়ে তোলা এবং সকল হিন্দু সংগঠনের মধ্যে সমন্বয় সাধন।
২️⃣ শিক্ষাগত ও পেশাগত উন্নয়নে সদস্যদের সহায়তা করা।
৩️⃣ গীতা শিক্ষার মাধ্যমে ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা বৃদ্ধি।
৪️⃣ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখা।
৫️⃣ রক্তদান, ত্রাণ কার্যক্রম ও সামাজিক সেবায় অংশগ্রহণ।
৬️⃣ ধর্মান্তর প্রতিরোধে সচেতনতা ও আইনগত সহায়তা প্রদান।
৭️⃣ নৈতিক বিকাশের মাধ্যমে চরিত্র ও নেতৃত্বগুণের বিকাশ।
৮️⃣ বৈদিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো।
সাংগঠনিক সম্পাদক প্রীতম পাল বলেন,
“এই আংশিক কমিটি আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।”
সংগঠনটি বিশ্বাস করে—
🕉️ “ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি। দালালি নয়, অধিকারই আমাদের লক্ষ্য।”