
অবশেষে দুই দিনের অনুমতি পেল মাদারীপুরের কুন্ডুবাড়ি মেলা।
মাদারীপুর শিবচর প্রতিনিধি।সাগর কর্মকার।
মাদারীপুরের কালকিনির ভুরঘাটা কুন্ডুবাড়ি মেলা অবশেষে অনুমতি পেয়েছে। নানা বাধা ও আপত্তি কাটিয়ে রোববার দুপুরে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার দুই দিনের জন্য মেলার অনুমতি দেন।
প্রতি বছর মেলাটি পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হলেও এবার চলবে মাত্র দুই দিন—আগামী ২১ ও ২২ অক্টোবর। গত বছর মেলা হয় তিন দিন, কিন্তু এবার প্রথমবারের মতো দুই দিনের সীমিত সময়ের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর মেলায় অশ্লীলতা, চাঁদাবাজি, মাদক ও জুয়া সংক্রান্ত অভিযোগ উঠত। এসব অভিযোগের পর গত ১৬ অক্টোবর ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মেলা বন্ধের দাবিতে আলেম সমাজ মানববন্ধন করে। পরে বিষয়টি নিয়ে উপজেলা ও জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
শেষ পর্যন্ত মেলা আয়োজক কমিটির আবেদনের পর সার্বিক বিবেচনায় জেলা প্রশাসন দুই দিনের অনুমতি প্রদান করে।
প্রশাসন জানায়, মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
যেকোনো অসামাজিক কার্যক্রম বন্ধ রাখা,
জুয়া ও মাদকদ্রব্য নিষিদ্ধ,
উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করা,
অবৈধ পণ্য বিক্রি নিষিদ্ধ,
ঢাকা–বরিশাল মহাসড়কের উপর দোকান বসানো যাবে না,
রাত ১১টার পর মেলায় দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে,
উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।
এবারের মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।