
শুভ দীপাবলি ও শ্যামা পূজা আজ।
নিজস্ব প্রতিবেদক :
আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি এবং দেবী মা কালী-র আরাধনার পবিত্র দিন শ্যামা পূজা। এই দিনটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। অন্ধকারের বিরুদ্ধে আলোর, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অশুভের বিরুদ্ধে শুভের প্রতীক এই উৎসব ঘিরে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার।
রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা ও গ্রামাঞ্চল—সবখানেই সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জায়। বিভিন্ন মন্দির, উপাসনালয় ও ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই দীপজ্বালনে আলোকিত হচ্ছে প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা।
শ্যামা পূজা উপলক্ষে ভক্তরা আজ দেবী কালীকে উদ্দেশ্য করে উপবাস, জপ, হোম, ও আরতির আয়োজন করেছেন। অনেক স্থানে রাতভর চলবে কীর্তন, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবী কালীর উদ্দেশ্যে ভক্তরা নিবেদন করছেন ফল, মিষ্টান্ন ও প্রসাদ।
রাজধানীর রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কালীমন্দির, চট্টগ্রামের আন্দারকিল্লা কালীমন্দির, খুলনার শ্রীশ্রী আনন্দময়ী আশ্রমসহ দেশের প্রতিটি পূজামণ্ডপে উপচে পড়া ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে।
পূজা উপলক্ষে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনও জানিয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে দীপাবলিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোক মিছিল ও প্রার্থনা সভার।
এই শুভ দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করছেন অশুভ শক্তির বিনাশ ও মানবজাতির মঙ্গল কামনায়।
দীপাবলি ও শ্যামা পূজার এই আলো যেন বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় শুভ শক্তির জ্যোতি, মুছে দেয় ঘৃণা ও বিভেদের অন্ধকার—এই প্রত্যাশাই সকলের।
HindusNews পরিবারের পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভ দীপাবলি ও শ্যামা পূজার আন্তরিক শুভেচ্ছা।