
দীপাবলি উপলক্ষে আলোকঝলমলে মৌলভীবাজারের শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম
শান্ত পাল - মৌলভীবাজার প্রতিনিধিঃ
দীপাবলি বা আলোকোৎসব উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা গ্রামে অবস্থিত ঐতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আজ রঙিন আলোকসজ্জায় সেজেছে এক স্বর্গীয় রূপে। চারদিকে ঝলমলে আলো, মন্দির প্রাঙ্গণে নান্দনিক সজ্জা এবং ভক্তদের ভিড়ে পুরো এলাকা এখন উৎসবমুখর পরিবেশে মুখরিত।
শতাধিক ছোট-বড় বৈদ্যুতিক ফেস্টুন ও সাজসজ্জার আলোর ঝলকানিতে মন্দিরের মূল গর্ভগৃহ, প্রাঙ্গণ ও আশপাশের এলাকা যেন দীপাবলির শুভজ্যোতিতে প্রাণ ফিরে পেয়েছে। দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা মন্দিরে এসে প্রজ্জ্বলিত প্রদীপ, ঘণ্টাধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের মাঝ দিয়ে প্রার্থনায় যোগ দিচ্ছেন।
স্থানীয়দের মতে, প্রায় তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী এই বিষ্ণুপদ ধাম শুধু ধর্মীয় তীর্থস্থান নয়, বরং সংস্কৃতিমনা মানুষের মিলনমেলা। দীপাবলিকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভক্তরা জানান, “দীপাবলির রাতে এই আলোকসজ্জা চোখ জুড়িয়ে দেয়। মনে হয় যেন স্বয়ং ভগবানের আবির্ভাব হয়েছে আলোর মহিমায়।”