
নিরামিষভোজী গ্রাহককে মাংসের বিরিয়ানি পরিবেশন, রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক :
রাঁচিতে চাঞ্চল্যকর এক ঘটনায় শুধুমাত্র ‘ভুলবশত নিরামিষভোজী গ্রাহককে আমিষ বিরিয়ানি পরিবেশন’ করার অভিযোগে এক রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কাঙ্কে-পিঠোরিয়া রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম বিজয় কুমার নাগ (৪৭) — তিনি ওই এলাকারই বাসিন্দা এবং স্থানীয়ভাবে জনপ্রিয় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে এক গ্রাহক রেস্তোরাঁ থেকে “নিরামিষ বিরিয়ানি” অর্ডার করে নিয়ে যান। কিছু সময় পর তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে অভিযোগ তোলেন যে, তাকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে। কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর এক হামলাকারী হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করে বিজয় কুমার নাগকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বুকে লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (RIMS)-এ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কাঙ্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ রজক জানিয়েছেন,
“দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। প্রাথমিকভাবে এটি নিরামিষ-আমিষ সংক্রান্ত ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে বলে মনে হলেও, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”
রবিবার সকালে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের প্রতিবাদে কাঙ্কে-পিঠোরিয়া রোড অবরোধ করে রাখেন প্রায় এক ঘণ্টা। পরে পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
পুলিশ সুপার (গ্রামীণ) প্রবীণ পুষ্কর বলেছেন,
“এটি এক নির্মম হত্যাকাণ্ড। আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।”