
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত ছাত্রনেতা জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডে শোকের ছায়ায় আচ্ছন্ন গোটা ক্যাম্পাস। পবিত্র দীপাবলির রাতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে প্রয়াত জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনাসভার আয়োজন করেন।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে শত শত শিক্ষার্থী, শিক্ষক এবং মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। দীপাবলির পবিত্র আলোয় আলোকিত সেই প্রাঙ্গণে শিক্ষার্থীরা মোমবাতি হাতে নীরব শ্রদ্ধা নিবেদন করেন এবং জোবায়েদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী সংগঠন, মানবাধিকার সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায়, সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক নেতৃবৃন্দ, এবং হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার।
অমৃত রায় বলেন,
“জোবায়েদ শুধু একজন ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন সাহসী কণ্ঠ, একজন সৎ ও নিষ্ঠাবান তরুণ। তার এই অকাল মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। মৌন পদযাত্রা ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আমরা তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাই।”
হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন,
“দীপাবলির এই পবিত্র দিনে আমরা প্রদীপের আলোয় জোবায়েদের স্মৃতি জাগ্রত রেখেছি। এই আলো যেন আমাদের অন্তরে ন্যায় ও মানবতার শক্তিকে জাগিয়ে রাখে। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাই।”
প্রার্থনাসভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোমবাতি হাতে মৌন পদযাত্রা করেন। মুক্তমঞ্চ থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান ফটক পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী—যার মধ্যে ছিলেন সনাতনী, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই আয়োজন শুধু শোক প্রকাশ নয়, বরং একটি মানবিক প্রতিবাদের প্রতীক। তারা বলেন, “জোবায়েদ ছিল আমাদের সহপাঠী, আমাদের ভাই। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই প্রদীপের আলো নেভাবে না।”
উল্লেখ্য, গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। এই হত্যাকাণ্ডে ক্যাম্পাসজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
দীপাবলির রাতে অনুষ্ঠিত এই মোমবাতি প্রজ্বালন যেন হয়ে উঠল প্রতিবাদের প্রতীক, স্মৃতির আলো এবং এক নীরব অঙ্গীকার “ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত শোকের এই আলো নিভবে না।”